মায়ানমারে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে নাটোরে মানববন্ধন

আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৬, ১২:১৩ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধি



মায়ানমারের আরাকান মুসলিমদের ওপর নির্যাতন ও হত্যা বন্ধের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মায়ানমারের আরাকান রাজ্যের মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন করে হত্যা করা হচ্ছে। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে মায়ানমারের উদ্দ্যোশে লংমার্চ করা হবে। মানববন্ধন শেষে বিশেষ  মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রীয় মসজিদের খতিব মনিরুজ্জামানসহ দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ