মায়ানমারে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে নাটোরে মানববন্ধন

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ১১:৪৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


আগামী ১৮ ডিসেম্বর মায়ানমার অভিমুখে লংমার্চ সফল করতে ও মায়ানমারে সেনাবাহিনীর মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদ নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নাটোর জেলা শাখার আয়োজনে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে সেখানে সংগঠনের সভাপতি অ্যাড. আমেল খান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, মাস্টার আতাউর রহমান গিয়াস উদ্দিন পাঠান, মাওলানা রফিকুল ইসলাম, আয়ুব খান  প্রমূখ। এসময় বক্তারা, মায়ানমারে  সেনা, পুলিশ ও রাখাইন বৌদ্ধদের দ্বারা বর্বরোচিত ভাবে রোহিঙ্গা মুসলিম গণহত্যা, ধর্ষণ, এবং তাদের ঘড় বাড়ি অগ্নিসংযোগ ও নির্যাতন বন্ধের দাবি জানান। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে মানবিক বিপর্যয় রোধে এবং শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, আর্ন্তজাতিক আদালতে রোহিঙ্গা মুসলিমানদের গণহত্যা ও ধর্ষণের বিচারের দাবি জানানো হয়। একই সাথে রোহিঙ্গাদের দেশে আশ্রয় দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। পরে মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।