মায়েদের টেলিটকের বিনামূল্যের সিম বিতরণ ৩১ অক্টোবর

আপডেট: অক্টোবর ২৩, ২০১৬, ১০:৪১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক
রূপালী ব্যাংকের শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রদানের জন্য আগামী ৩১ অক্টোবর ও ৩০ নভেম্বর শিক্ষার্থীদের মায়েদের বিনামূল্যে সিম বিতরণ করা হবে। ৩১ অক্টোবর ঢাকা বিভাগ এবং ৩০ নভেম্বর অন্যান্য বিভাগের মায়েদের ‘মায়ের হাসি’ নামের সিম বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তি প্রদানের জন্য গত ২৪ আগস্ট সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে টেলিটক এবং রূপালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, সুবিধাভোগী মা/অভিভাবকদের টেলিটকের পক্ষ থেকে প্রতিমাসে ২০ টাকার ফ্রি কথা বলার সুযোগসহ বিনামূল্যে সিম বিতরণ করা হবে। প্রাথমিকভাবে ২০ লাখ সিম বিতরণ করা হবে বলে জানায় টেলিটক।-বাংলানিউজ