মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৪ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
অচিন্ত্য কুমার সরকার:
অপ্রাপ্তি থেকে প্রাপ্তি
মিছিল এখনও ছিল আজও আছে
অন্তরে ভাষার গান।
বায়ান্নর মিছিলকারিদের আজ ক’জন আছে ?
আজকের মিছিলে তাঁদের আত্মার স্লোগান
পথ সবাই খোঁজে পথ দেখায় একজন
আর কিছু অনুগামীর এক হয়ে চলা।
শেখ মুজিবকে দেখবার খুঁজবার ক’জন ছিল
আজ সবাই খুঁজছে যারা খোঁজেনি কখনো তারাও।
সবই কি রাজনীতি, রাজনীতি কি সবটাতেই
ব্যাখ্যার চেয়ে অপব্যাখ্যা অনেক
অবাক লাগে বাঙালি হয়েও বাঙালিপনায় বিরোধিতা
কার ইংগিতে কিসের ছায়া-আহ্বানে ?
রক্তে পা চাটা থাকলে মুছবে কী করে ?
তাই সাবধান! বর্ণ চোরামানুষগুলো
বড় সজাগ রং বদলাতে
কবিতায়, সংগীতে, ভাষণে
ভুললে চলবে না এদের পেছনের ইতিহাস।
এরা এখন বুকে সাজায় জাতির পিতার ছবি।
নিছক লোক দেখানো ভাব দেখানো
সে যেন চিরকালের মুজিব আদর্শের
প্রথম সারির, আর আমরা? সবাই পেছনের-
তাই ভুললে চলবে না এদের পেছনের কথা।