মিটিল না সাধ!

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ


মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:


শিবগঞ্জে এক বেগুন বিক্রেতার সাধ হয়েছে এমপি হওয়ার। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ননপত্র উত্তোলনের পর ৩০ নভেম্বর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর তা দাখিল করেছেন। কিন্তু ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শর্তাবলী পূরণ না থাকায় তা বাতিল হয়ে গেছে।

শর্তানুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১% ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। কিন্তু তিনি তা দিতে ব্যর্থ হয়েছেন। ঘটনাটি চাঁপইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের। মনোনয়ন দাখিল করা ব্যক্তি হলেন, উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের সফিকুল ইসলাম ওরফে মাহাতাব উদ্দিন। এ নিয়ে সফিকুল ইসলাম মন খারাপ করে আছেন। এ নিয়ে এলাকাবাসীর কৌতুহলের শেষ নেই।

সরেজমিনে গেলে কথা হয় সফিকুল ইসলামের সাথে। তিনি ওই সময় (৬ ডিসেম্বর) বিকেলে শাহবাজপুর মির্জা আবোল হোসেন হাটে বেগুন বিক্রি করছিলেন। এ সময় হাটে আসা মানুষ এক নজর দেখার জন্য ভীড় করে। তিনি জানান, আমার সাধ- আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে সংসদ সদস্য হয়ে মানুষের ভাগ্য পরিবর্তনে চেষ্টা করবো।

কিন্ত আমার মনোনয়নপত্র বাতিল সেই স্বপ্ন-সাধ ধুলিসাৎ হয়ে গেল। তাই আবার ব্যবসায় ফিরে এসেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নুন আনতে পান্তা ফুরায, এ অবস্থায় কি আপিল করা যায়? তবে আগামীতে আবারো সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করবো।

এ বছর শুধু আমি বেগুন বিক্রির সাথে গণসংযোগ অব্যাহত রাখবো। তিনি আরো জানান, এ আগে আমি দু’বার ইউপি সদস্য পদে এবং একবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ