মিয়ানমার থেকে এলো ২২ হাজার মেট্রিক টন আতপ চাল

আপডেট: জানুয়ারি ১৭, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি গোল্ডেন স্টার নামের একটি জাহাজ।
এটি বর্তমান অন্তর্র্বতী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।

শুক্রবার (১৭ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ