বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বাংলাদেশে এসে সমস্যায় পড়তে হয় সফরকারী দলগুলোকে। সম্প্রতি সেই ঘটনাই ঘটছে বারংবার। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়েছে বাংলাদেশ। অথচ ইংল্যান্ডের দ্বিতীয় সূচনা কিন্তু ভিন্ন কথা বলছিল।
অ্যালিস্টার কুক ও বেন ডাকেটের শতরানের উদ্বোধনী জুটির পর জয়ের পাল্লাটা ভারি ছিল ইংল্যান্ডের পক্ষে। কিন্তু তা হলো কোথায়? প্রথম উইকেট পতনের পর এক সেশনেই অলআউট ইংল্যান্ড। মিরাজ ও সাকিবের তা-বে ১৬৪ রানে থামে ইংলিশদের ইনিংস।
এমন দৃশ্য দেখে মিরপুরের উইকেটকে ‘রহস্যময়’ উল্লেখ করেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টুইট বার্তায় তিনি জানান, ‘মিরপুরের উইকেট যে কোনো সফরকারী দলের খেলার জন্য সবচেয়ে রহস্যময় ভেন্যুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান বলতে এমনটাই।’