‘মিস ওয়ার্ল্ড’ মুকুট পুয়ের্তো রিকোর স্টেফানির

আপডেট: ডিসেম্বর ২০, ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



এ বছরের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুন্দরী শ্রেষ্ঠার মুকুট উঠেছে পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালির মাথায়।
রোববার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে প্রতিযোগিতার ৬৬তম আসরের বিজয়ী হিসেবে স্টেফানির নাম ঘোষণা হয়। খেতাব জয়ের পথে স্টেফানি পেছনে ফেলেন ডমিনিকান রিপাবলিক ও ইন্দোনেশিয়ার দুই প্রতিযোগীকে। শীর্ষ পাঁচে আরও ছিলেন ফিলিপিন্সের ক্যাটরিওনা এলিসা গ্রে এবং কেনিয়ার এভিলিন জাম্বি।
অক্সন হিলের এমজিএম ন্যাশনাল হারবারে গত বছরের মিস ওয়ার্ল্ড স্পেনের মিরিয়া লালাগুনা এবারের শ্রেষ্ঠ সুন্দরীর মুকুট স্টেফানির মাথায় পরিয়ে দেন। ১৯৭৫ সালে উইলনেলিয়া মার্সেডের পর পুয়ের্তো রিকো থেকে দ্বিতীয় নারী হিসেবে স্টেফানি ‘মিস ওয়ার্ল্ড’ হলেন। ইংরেজি ছাড়াও স্প্যানিশ ও ফরাসি ভাষায় পারদর্শী ১৯ বছর বয়সী বাদামী চোখের স্টেফানি বিনোদন জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী।
ক্যারিবীয় ভূমির প্রতিনিধি হয়ে সম্মানজনক এ মুকুটজয় ‘বিরাট দায়িত্ব এনে দিয়েছে’ বলে প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান স্টেফানি। প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন ডমিনিকান রিপাবলিকের ইয়ারিতজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ। তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা। সেরা ১০-এ আরও ছিলেন চিন, বেলজিয়াম, ঘানা, যুক্তরাষ্ট্র, কোরিয়া ও ব্রাজিলের সুন্দরীরা।
মোট ১১৭টি দেশের প্রতিযোগীরা এ বছরের প্রতিযোগিতায় অংশ নেন বলে মিস ওয়ার্ল্ড এর ওয়েসবাইটে জানানো হয়েছে।- বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ