মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ফাইল ছবি
সোনার দেশ ডেস্ক:
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। রোববার স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, ওই বিমান হামলায় শিশুসহ ১৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ২০ জন। স্থানীয় সময় রোববার সকাল ১০:১৫ মিনিটে মিয়ানমারের তামু জেলার খাম্পাত টাউনশিপের একটি গ্রামে বিমান হামলার সংঘটিত হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুজন প্রত্যক্ষদর্শী যাদের একজন পুরুষ এবং একজন নারী বলেছেন, হামলায় নিহতের সংখ্যা আরো বেশি। তাদের মতে, হামলায় ৮ শিশুসহ মোট ১৯ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বোমাটি গ্রামের দু’টি গির্জাকে লক্ষ্য করে ছোঁড়া হয় এবং দ্বিতীয় হামলা হয় যখন অধিবাসীরা ভবন থেকে পালিয়ে যাচ্ছিল। তাদের বেশিরভাগই গির্জার এলাকার বাইরে নিহত হয়েছে। ওই সময় তারা পালানোর জন্য দৌড়াচ্ছিল।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন