রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে গত অক্টোবরে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনার পর থেকে নিপীড়নের মুখে অন্তত ৯২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতিসংঘ কর্মকর্তারা।
মানবিক কর্মসূচির সমন্বয় বিষয়ক জাতিসংঘ কার্যালয়ের (ওসিএইচএ) দেওয়া তথ্য উল্লেখ করে বৃহস্পতিবার একথা বলেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।
এক দৈনিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাস্তুচ্যুত ওই মানুষদের মধ্যে বাংলাদেশে পালিয়ে যাওয়া প্রায় ৬৯ হাজার মানুষও আছে।
রাখাইনের মংডু শহরের উত্তরে যেখানে নিরাপত্তা অভিযান চলছে সেখানে জাতিসংঘের হিসাবমতে, ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলেও জানান মুখপাত্র দুজারিক।
বাস্তুচুত মানুষদের বেশিরভাগই রোহিঙ্গা মুসলিম। তবে অন্যান্য সম্প্রদায়েরও কিছু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।- বিডিনিউজ