শনিবার, ৬ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২১ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধ ও সামরিক বাহিনীর নির্মম হত্যাকান্ডের প্রতিবাদের নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের তওহীদি জনতা। গতকাল বিকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব আইয়ুব আলী শেখ, উপদেষ্টা এইচএম শহীদুল ইসলাম প্রমুখ। বক্তারা মুসলিমদের প্রতি বর্বর নির্যাতন ও হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে এ নির্যাতন ও হত্যাকান্ড বন্ধে বিশ্বের মানবাধিকার সংগঠন ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।