সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
সাহিত্যকর্মে অবদানের জন্য মীর মশাররফ হোসেন পদক -২০২২ পাচ্ছেন রাজশাহীর কৃতী সন্তান শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, রাজবাড়ি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। আগামী ২৬ ও ২৭ মে রাজবাড়িতে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলনে এই পদক প্রদান করা হবে।
হাসনাত আমজাদ মূলত একজন ছড়াকবি ও শিশুসাহিত্যিক। চার দশকেরও অধিক সময় থেকে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকায় তার লেখা ছড়া, কিশোর কবিতা, সমকালীন ছড়া, গল্প, প্রবন্ধ প্রতিনিয়তই চোখে পড়ে। বড়দের জন্যও লেখেন তিনি, তবে তা খুব অল্প। লেখালেখির শুরু সত্তর দশকের শেষার্ধে। এ পর্যন্ত তার মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। লেখালেখির জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদক ও শিশুসাহিত্য সম্মাননা, ত্রৈমাসিক সাহিত্য দিগন্ত প্রদত্ত দৈনিক বাঙালীর কণ্ঠ লেখক পুরস্কার।
এছাড়াও পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ প্রদত্ত চর্যাপদ সম্মাননা, সোনারপুর কাব্যমঞ্চ, কোলকাতা প্রদত্ত শিউলী স্মৃতি স্মারক সম্মাননা ইত্যাদি।
এছাড়াও মীর মশাররফ হোসেন সাহিত্য পদক ২০২২ ও ২০২৩ পাচ্ছেন পশ্চিমবঙ্গ (ভারত)’র খ্যাতিমান সাহিত্যিক ড. আশরফী খাতুন (কাব্যসাহিত্য), বাংলাদেশের প্রখ্যাত গল্পকার রফিকুর রশীদ (কথাসাহিত্য) এবং কবি ওবায়েদ আকাশ (কাব্যসাহিত্য)।