মুক্তিযুদ্ধের দিনে

আপডেট: মার্চ ২৬, ২০২৩, ১২:১১ পূর্বাহ্ণ

আরিফুল হাসান:


মার্চের ফুলগুলি তখন, আরো বেশি বৃষ্টিরোদে
আরও বেশি রক্তলাল হয়ে উঠলে
উছলায় ভরপুর নদী, যেন ভেসে যাবে মানুষ
মানুষের তাবৎ বিপদ, যেন সম্মুখে ওই
যেন ওই আসলো হায়েনা, চুরি করে নিলো
খোয়ারের গবাদি আর প্রান্তরের ফসল।
মার্চের দামামা তখন
ফুলগুলো আরও লাল হয়ে উঠলে-
বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে
আরও বেশি টকটকে হয়ে উঠলে তখন
মানুষগুলো বঙ্গবন্ধুর ভাসনের রেপ্লিকা হয়।