মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের মৃত্যুতে শোকপ্রকাশ

আপডেট: নভেম্বর ২, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা এবং পুঠিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে…রাজিউন। বুধবার (৩০ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

গত বৃহষ্পতিবার সকাল ১১ টায় নন্দনপুর স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম. নূর হোসেন-এর উপস্থিতিতে একদল পুলিশ বাহিনীর চৌকশ গার্ড বাহিনী মরহুমের প্রতি রাষ্ট্রীয় বিদায়ী সালাম (গার্ড অব অনার) প্রদর্শন করেন। পুঠিয়া-দূর্গাপুর এলাকার সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ পুঠিয়া উপজেলা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ এলাকার মুক্তিযোদ্ধাগন ও বহু গন্যমান্য ব্যক্তিবর্গ তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন।

শোকবার্তা:
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রাজশাহী আঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীন রাজনীতিবিদ ও রাজশাহী সিটির সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হাদী, পুঠিয়া-দূর্গাপুর এলাকার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান, রাজশাহী জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা শাহাদুল হক মাষ্টার, ডেপুটি কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, জেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (খোকা), পুঠিয়া উপজেলা ডেপুটি কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহকারী কমান্ডার শ্রী নীরেন্দ্র নাথ সরকার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ