বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার (প্রাক্তণ) গোলাম রাব্বানী গতকাল মঙ্গলবার ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। আজ বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ খালঘাট গোরস্থানে মরহুমের জানাজার নামাজ শেষে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের জানাজার নামাজে সকল মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া তার মৃত্যুতে মহানগর ও জেলা ইউনিটের সকল মুক্তিযোদ্ধা শোকপ্রকাশ করেন। এছাড়া যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ আলী কামাল গোলাম রাব্বানীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।