শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহীর পবার তেঘরগ্রাম নিবাসী পুলিশ হাবিলদার (অব:) মুক্তিযোদ্ধা আব্দুল বারী মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র ও ২ কন্যা সন্তান আতœীয়স্বজন রেখে গেছেন। বাদ আসর নামাজের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনকার্য সসম্পূন্ন করা হয়। পবা উপজেলা পুলিশ প্রশাসনের একদল চৌকশ পুলিশ বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাহী সদস্য ও সাবেক জেলা ডেপুটি কমান্ডর ইয়াছিন আলী, জেলা ইউনিটের সহকারী কমান্ডার শেখ দিল মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ড। জেলা কমান্ডার ফরহাদ আলী মিঞা, ডেপুটি কমান্ডার শাহাদুল হক মাস্টার, নির্বাহী সদস্য অ্যাড. আব্দুল সামাদ ও পবা উপজেলা কমান্ডার কামরুজ্জামান শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।