মুক্তিযোদ্ধা শামসুল আলম স্মৃতি মহিষবাথান ক্রিকেট লিগের উদ্বোধন

আপডেট: নভেম্বর ২৫, ২০১৬, ১০:২৬ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বিকেলে নগরীর মহিষবাথান কলোনী মাঠে শহীদ মুক্তিযোদ্ধা শামসুল আলম স্মৃতি মহিষবাথান ক্রিকেট লিগের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে শহীদ মুক্তিযোদ্ধা শামসুল আলম স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা শামসুল আলম স্মৃতি মহিষবাথান ক্রিকেট লিগের উদ্বোধক মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাকিম আতাউর রহমান এছাড়া আরো উপস্থিত ছিলেন রাসিক ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান কামরু, রাজপাড়া থানা অফিস ইনচার্জ আমান উল্লাহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিগন্ত প্রসারী ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল হক, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. হাফিজ শেখ। উল্লেখ শহীদ মুক্তিযোদ্ধা শামসুল আলম স্মৃতি মহিষবাথান ক্রিকেট লিগের মোট ৮টি দল অংশ নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ