মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৫৩তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল- ভোরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনশীর্ষে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন। সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় শহিদ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সকাল ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও সংগঠনের জন্ম দিবসের কেক কাটা।

বীরমুক্তিযোদ্ধা শাহাদুল হক মাস্টারের সভাপতিত্বে এবং সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার ও আওয়ামী মুক্তিযোদ্ধালীগের রাজশাহী জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, প্রধান বক্তা ছিলেন- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার রোজ গার্ডেনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ কো-চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীরমুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম (গোদাগাড়ী), আওয়ামী মুক্তিযোদ্ধালীগ রাজশাহী মহানগর শাখার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ^াস, সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা আহম্মদ আলী প্রাং, অফিস সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা বাবু উপন্দ্রে চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য শেখ জলি, অধ্যাপক কাউসার আহম্মেদ, মুক্তিযোদ্ধা টিভি সাংবাদিক হীরা এবং বীরমুক্তিযোদ্ধা ডা. মুনসুর রহমান (বাগমারা) ও বীরমুক্তিযোদ্ধা বয়েন উদ্দীন (জনতা ব্যাংক) প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন ও পবিত্র গীতা পাঠের পর সকল শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন ও সভা শেষে মুক্তিযোদ্ধা সংসদের জন্ম দিবসের কেক কাটা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ