‘মুভমেন্ট ফর কমন রাইটস’ সংগঠনের আত্মপ্রকাশ

আপডেট: ডিসেম্বর ৭, ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংযুক্ত থাকার জন্য ‘মুভমেন্ট ফর কমন রাইটস’ নামের সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ করেছে। এই ফোরাম রাজশাহীর স্বার্থে বৃহত্তর পরিসরে কাজ করবে বলে জানানো হয়।

শনিবার (৭ ডিসেম্বর) রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। তিনি বলেন, সমাজের সকল অংশের অগ্রগ্রামী চিন্তাশীল মানুষ নিয়ে এই সামাজিক সংগঠন গড়ে তোলা হবে।

আত্মপ্রকাশের পর সংগঠনটি চারটি দফা দাবিও দিয়েছে। দাবিগুলো হলো- রাজশাহীর প্রত্যেক নাগরিকের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে হবে, ওয়াসাকে পুনরায় পানির যৌক্তিক মূল্য নির্ধারণ করতে হবে, হোল্ডিং ট্যাক্স কমাতে হবে, এই অঞ্চলের বন্ধ কলকারখানা খুলে দেওয়া ও ইপিজেড প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে রাগিব আহসান মুন্না বলেন, রাজশাহী অঞ্চলে বেশকিছু সমস্যা সমাজজীবনে বিরাজমান। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে সকল মহলের মিলিত উদ্যোগ সৃষ্টি করা গুরুত্বপূর্ণ কাজ। সুপেয় পানি, ওয়াসার পানির চড়া মূল্য দিতে হচ্ছে নগরবাসীকে। হোল্ডিং ট্যাক্সের উচ্চহার, বিদ্যুৎ মিটার দুর্নীতি ছাড়াও সমাজে নানামুখি সমস্য আছে। এই সকল সমস্যার সমাধানে এ অঞ্চলে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশবাসীর আকাক্সক্ষা গণঅভুত্থানের মধ্যে দিয়ে যে স্বপ্ন দেখছে তা কোনভাবে ধ্বংস হতে দেওয়া যাবে না। অনেক রক্তের বিনিময়ে যে চেতনা দেশবাসী অর্জন করেছে তা বৈষম্যেও বিপরীতে সাম্য সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা হবে। রাজশাহীবাসী বর্তমানে যেসকল সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে তা দূও করতে এ অঞ্চলের জনগণকে ঐক্যবদ্ধ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ