শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ অফিস
চাঁপাইনবাবগঞ্জে মুরগীর খাঁচায় করে ফেন্সিডিল কৌশলে ঢাকায় পাচারের সময় গতকাল শনিবার দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো নওগাঁর ধামইরহাট থানার পঞ্চবর্গা গ্রামের আছির উদ্দীনের ছেলে খাদেম (৪৫) ও পিকআপ ভ্যানের চালক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়গোলার রফিকুল ইসলামে ছেলে রবিউল আওয়াল।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড়ে মুরগী বোঝাই পিকআপভ্যানটি আটক করে ভ্যানের উপরে থাকা তিনটি মুরগীর খাচায় কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ২০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।