সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মুরগি আগে এসেছে নাকি ডিম! এই নিয়ে বিতর্কের শেষ নেই। তর্ক হয় বিস্তর। এবার উঠে এসেছে নতুন এক বিতর্ক। মুরগি পশু নাকি পাখি? এবার এই নিয়ে বিতর্কের জের পৌঁছল আদালত পর্যন্ত।
মুরগির শ্রেণিবিভাগ নিয়ে প্রশ্ন তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। এই আবেদনের ভিত্তিতে মুরগিকে আইনত পশু নাকি পাখি তা নিয়ে তা নিয়ে শুরু হয়েছে শুনানি। একজন দাবি করেছেন, মুরগি পাখি শ্রেণির অন্তর্ভুক্ত।
ঘটনার সূত্রপাত কী থেকে? ২০২৩ সালে, প্রাণী কল্যাণ ফাউন্ডেশন এবং অহিংসা মহাসংঘের তরফে দোকানে মুরগির মাংস বিক্রি নিষিদ্ধ করার জন্য হাইকোর্ট একটি আবেদন দাখিল করে। গুজরাত হাইকোর্টে যখন প্রশ্ন ওঠে তখন আবেদনকারীরা জানান, যে কোনও প্রাণীর প্রাণ আছে। আবেদনকারীরা খাদ্য ও সুরক্ষা আইন অনুসারে ২০০৬ এর কথাও উল্লেখ করা হয়েছে। যেখানে মাংসের দোকানে জীবন্ত প্রাণী থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিন মামলা ওঠে বিচারপতি এনভি আঞ্জারিয়া এবং নিরাল মেহতার ডিভিশন বেঞ্চে। আদালতের জবাবে সরকারি আইনজীবি মনীষা লাভকুমার স্পষ্ট জানিয়ে দেন, মুরগি কখনওই পাখি নয়, সেটি পশু।
যদিও বৈজ্ঞানিকভাবে মুরগি একটি পশু এবং পাখি দুটোই। এটি সাধারণত অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্গত। যা উদ্ভিদ, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মতো অণুজীব ছাড়া সমস্ত প্রাণী -এর মধ্যে রয়েছে। তবে মুরগি নিঃসন্দেহে পাখি। তবে মুরগি এভিসের অধীনে রয়েছে। এই বিভাগটি সাধারণত প্রাণীজগতের মধ্যে একটি উপ-শ্রেণিবিভাগ। সবশেষে আদালত জানিয়েছে, মুরগি পশু নাকি পাখি সেই বিতর্কে যাওয়ার আগে বরং মুরগির মাংস খান।
তথ্যসূত্র: আজকাল অনলাইন