রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এসএনসিইউ ওয়ার্ড, নবজাতক বিভাগ, শিশু বিভাগ এবং শিশু সার্জারি বিভাগে ছিল মৃত শিশুরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়েছে জেলাজুড়ে। ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে বৃহস্পতিবার বেলা ১২ টা পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মোট ৯ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এসএনসিইউ ওয়ার্ডে ৫৪ টি াশশু রাখার মতো পরিকাঠামো থাকলেও ১০০-র বেশি শিশু ভর্তি হয়। যা একটি কারণ।
এ বিষয়ে ওই হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ভোলানাথ আইচ জানান, খুবই কম ওজনের শিশু, নিউমোনিয়া-সহ শেষ মুহূর্তে কিছু শিশুকে রেফার করা হয়েছিল। তাঁদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭ টি শিশু ১ থেকে ৪ দিন বয়স, বাকি দু’জনের বয়স ৬ থেকে ৯ মাসের মধ্যে।
শিশুদের মধ্যে চার শিশুর জন্মগত ত্রুটি ছিল বলে জানা গেছে। দুটি শিশুর ওজন ছিল ৪০০-৬০০ গ্রাম। একটির ব্রেন শুকিয়ে গিয়েছিল। একটির হার্ট ফুটো ছিল। একটি বাচ্চা ছাদ থেকে পড়ে গিয়েছিল। এছাড়া নিউমোনিয়াও ছিল বলেই দাবি। হাসপাতালের দাবি, বেশিরভাগ শিশুই খুব খারাপ অবস্থায় রেফার হয়ে আসার কারণে এই ঘটনা ঘটেছে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন