মুশফিকের পর এক হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১১:৩৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক



মুশফিকের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল শুক্রবার ম্যাচ শুরুর আগে এই ক্লাবের সদস্য হতে ২৯ রান প্রয়োজন ছিল। আর খেলতে নেমে খুব সহজেই এই মাইলফকে পৌঁছে যান তিনি। খুলনা টাইটানসের অধিনায়কের বর্তমান রান ১ হাজার ১১। ৪৮ ম্যাচে ৪ হাফসেঞ্চুরিতে মাহমুদউল্লাহ এই রান সংগ্রহ করেছেন। যেখানে ৭৮টি চার ছাড়াও রয়েছে ৩১ ছক্কার মার। বিপিএলে মাহমুদউল্লাহর সর্বোচ্চ সংগ্রহ ৬২। তার ব্যাটিং দৃঢ়তায় খুলনা কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১৪২ রানের টার্গেট দিতে সক্ষম হয়। এদিন ৩৮ বলে ৩ চারে ৪০ রানে ইসিংসটি সাজান মাহমুদউল্লাহ। এর আগে মুশফিকুর রহিম চলতি আসরেই প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজার রান করেন। ৪৫ ম্যাচে ৭ হাফসেঞ্চুরিতে তার রান  সংখ্যা ১ হাজার ১৭১। এছাড়া তৃতীয় অবস্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে চলতি বিপিএল খেলা আহমেদ শেহজাদ। তার রান ৯৩৭।-বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ