বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মৃত্যুর আগে আর প্রকাশ্যে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন তত্ত্বীয় পদার্থবিদ ও মহাকাশ গবেষক অধ্যাপক স্টিফেন হকিং। যুক্তরাজ্যের সাফোক-এ অনুষ্ঠিতব্য এক দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার পর মৃত্যুর আগে আর প্রকাশ্যে আসবেন না এই বিজ্ঞানী, জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
হেডওয়ে সাফোক-এর বার্ষিক সম্মেলনে ৭৪ বছর বয়সি এই বিজ্ঞানীর আসার কথা থাকলেও, পরে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে আর বের হওয়ার মতো অবস্থায় ছিলেন না, জানিয়েছেন আয়োজকরা। হেডওয়ে’র এক মুখপাত্র জানান, তিনি সুস্থ হলে ওই ভেন্যুতে আসবেন বলে সিদ্ধান্ত নেন। “তিনি আমাদের জানান, তিনি এতটাই অসুস্থবোধ করেছেন যে তিনি বের হতে পারবেন না, তবে তিনি ভিডিও লিংক-এ কথা বলতে পারছিলেন। তার স্নায়বিক অবস্থা উঠানামা করছে।
যাই হোক তিনি এখন সুস্থবোধ করছেন, আর পথে আছেন।” ২১ বছর বয়সে অধ্যাপক হকিংয়ের মোটর নিউরোন রোগ শনাক্ত করা হয় এবং তিনি আর দুই বছর বাঁচবেন বলে বলা হয়। কিন্তু পাঁচ দশক পর তিনি এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিজ্ঞানী। হকিংয়ের প্রতিনিধিদের অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেন নি বলে জানিয়েছে দৈনিকটি।-বিডিনিউজ