মৃত্যুর পর কী হয় শরীরে? এমন তথ্য জানালেন নার্স মুহূর্তেই ভাইরাল, জানুন আপনিও

আপডেট: নভেম্বর ১৩, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


মৃত্যু পর্যন্ত সব দেখা যায়, জানা যায়। কিন্তু তারপর? মৃত্যুর পর কী হয় তা নিয়ে রহস্যে ঘেরা জগৎ। সেই রহস্য এবার উদঘাটন করলেন এক নার্স। তিনি জানিয়েছেন, মৃত্যুর পরে মানুষের শরীরে নানা শারীরিক পরিবর্তন হয়। জানা গিয়েছে, ওই নার্স মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে চাকরি করেন। তিনি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিতে চালু করেছিলেন নিজস্ব এক ইউটিউব চ্যানেল। সেখানেই সম্প্রতি খোলসা করেন মৃত্যুর পরবর্তী অধ্যায়। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় কয়েক ঘণ্টায়।

ওই ভিডিওতে তিনি ধাপে ধাপে জানিয়েছেন, মৃত্যুর পর মানবদেহে কী কী পরিবর্তন আসে। প্রথমেই শরীর শিথিল হয়ে যায়। এটি হল পচনের প্রথম পর্যায়। একে বলে হাইপোস্ট্যাটিস। যেহেতু শরীর শিথিল হয়ে যায় তাই এই সময় কেউ টয়লেট করে ফেলে, কেউ পটি করে ফেলতে পারে। অনেক সময় চোখ কিংবা কান থেকে তরল বেরিয়ে আসতে পারে।

দ্বিতীয় ধাপে, শরীরের তাপমাত্রা কমে যেতে থাকে। প্রতি ঘণ্টায় তাপমাত্রা ১.৫ ডিগ্রি পর্যন্ত কমে যেতে থাকে। একে বলে অ্যালগোর মর্টিস। তবে এই প্রক্রিয়া কারও ক্ষেত্রে মৃত্যুর বেশ কিছু সময় পর যেমন দেড় দুঘন্টা পর শুরু হতে থাকে আবার কারও ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই হতে থাকে। এটা ততক্ষণ পর্যন্ত হতে থাকে যতক্ষণ না তাদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে মেলে।

তৃতীয় ধাপে, হয় লিভার মরটিস। এর অর্থ শরীরের রক্ত মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে পায়ের দিকে নেমে যেতে থাকে। এই কারণে মৃত অবস্থায় দীর্ঘক্ষণ কেউ শুয়ে থাকলে পায়ের পাতার পেছনের দিকটি বেগুনি রঙের হয়ে যায়। এর অর্থ সব রক্ত ওখানে গিয়ে জমাট বাঁধছে।

চতুর্থ ধাপে, শরীর শক্ত হতে শুরু করে। এর কারণ শরীরে বিপাকীয় প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। এই জিনিস মৃত্যু হওয়ার দুই থেকে ৪ ঘণ্টা পর শুরু হয়। এবং ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। এইসময় শরীর খুব ভারী হয়ে যায়।

পঞ্চম ধাপে, শরীর ঠাণ্ডা হয়ে যায় একেবারে বরফের মতো। তার কারণ শরীরের অভ্যন্তরে তাপ উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে যায়।

ষষ্ঠ পর্যায়ে, শরীর পচতে শুরু করে। বৈজ্ঞানিক ভাষায় যার নাম, পটারিফেকেশন। তবে সাধারণত এই পর্যায়ে আসার আগেই মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। প্রচুর পড়েছে কমেন্ট।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ