মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
গাজীপুরে বাবার মৃত্যুর দৃশ্য দেখে কান্নাকাটির একপর্যায়ে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার এক মেয়ে মারা গেছেন। শুক্রবার বিকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ভোগড়ার সফিজদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বড় ভাই লেহাজ উদ্দিন (৭৫) প্রায় তিন সপ্তাহ আগে স্ট্রোক করে প্যারালাইজড হন।
“শুক্রবার তিনি মারা গেলে বিষয়টি সহ্য করতে পারেনি তার মেয়ে হাবিজা খাতুন (৩৫)। মৃত বাবাকে দেখতে দেখতে হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাকে স্থানীয় সেবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ ময়দানে জানাজার পর শুক্রবার সন্ধ্যায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত লেহাজ উদ্দিনের পাঁচ ছেলেমেয়ের মধ্যে হাবিজা ছিলেন সবার ছোট। তার রয়েছে দিনমজুর স্বামীসহ দুই ছেলেমেয়ে।- বিডিনিউজ