রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
জিআইজেডের উদ্যোগে এবিডিসি প্রকল্পের আওতায় সিটি করপোরেশন জোনাল কো-অর্ডিনেশন মেকানিজম ক্লাস্টার-৩ এর সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। সকালে স্থানীয় একটি হোটেলের কনফারেন্সরুমে রাসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, ৯ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নুরুন্নাহার বেগম।
সভায় ২২ হতে ৩০ নং ওয়ার্ডে অবস্থিত রাসিক পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারে বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক মাতৃপ্রজনন ও স্বাস্থ্য সেবা কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন, ইউএইচএমআইএস সেলের বিপুল কুমার সরকার, ইপিআই সেলের দুলাল হোসেন, কোয়ালিটি ম্যানেজমেন্ট সেলের আরিফুল হক ও জিআইজেড এবিডিসি প্রজেক্টের কো-অডিনেটর মোস্তাফিজুর রহমান।
আলোচনায় অংশগ্রহণ করেন, জিআইজেডের টেকনিক্যাল অ্যাডভাইজর শেখর ব্যানার্জী, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, পিএসটিসির প্রজেক্ট ম্যানেজার মো. মনিরুজ্জামান, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মো. মাহাতাব হোসেন ও সিটি হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুষা সরকার।
সভায় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাজমা খাতুন, ১০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৮ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম শিখা, পিএসটিসি, ব্র্যাক, এফপিএবি ও সিটি হাসপাতালের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।