মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আপডেট: অক্টোবর ২৭, ২০২৪, ১:৪৩ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলীয় জাকাটেকাস প্রদেশের মহাসড়কে বাস ও ভুট্টাবাহী ট্রাক্টরের সংঘর্ষে এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

জাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল প্রথমে জানিয়েছিলেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৪। তবে পরবর্তীতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃতের সংখ্যা পরিমার্জন করা হয়।
ওই বিবৃতিতে বলা হয়, ট্রাক্টরের চালককে গ্রেফতারে তদন্তকাজ চলমান আছে।

ভুট্টাবাহী ট্রাক্টরের পেছনের অংশ বিচ্ছিন্ন হয়ে গেলে তার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল সংলগ্ন এক উপত্যকা থেকেও কয়েকজনের মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী দল, নিরাপত্তা বাহিনী ও সেনা সদস্যরা দুর্ঘটনাস্থল সুরক্ষিত করতে ব্যস্ত আছেন। আর মৃতদেহ উদ্ধারে কাজ করছেন কর্মীরা।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, বাসটির গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তবর্তী শহর চিউদাদ হুয়ারেজ। তবে যাত্রীদের মধ্যে কোনও অভিবাসী ছিলেন না।- বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version