মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ৯ বন্দি

আপডেট: আগস্ট ১২, ২০১৭, ১২:৫৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


মেক্সিকোর রেইনোসা কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় তামাউলিপাস সীমান্ত সরকার।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ ও কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আহত বন্দিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
২০১৭ সালে মেক্সিকোয় সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। জুলাইয়েই দক্ষিণাঞ্চলের আকুপুলো শহরের একটি কারাগারে অন্তত ৪ জনকে গলা কেটে হত্যা করা হয়। ৭ জুলাই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক কারাগারে কয়েদিদের দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ কয়েদি প্রাণ হারান।
বাংলা ট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ