মেডিক্যাল কলেজে পড়তে পারবেন না নারীরা, তালিবান ফতোয়া নিয়ে কী বললেন দেশের তারকা

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


তালিবান ফতোয়া। মেডিক্যাল কলেজে পড়তে পারবেন না আফগানিস্তানের নারীরা। এই ফতোয়া জারির পরেই দেশের নারীদের পাশে দাঁড়ালেন আফগান স্পিনার রশিদ খান। ইতোমধ্যেই মেডিক্যাল কলেজগুলিতে নারীদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। তালিবান নেতৃত্বের নির্দেশের পর ক্লাসও বন্ধ রাখা হয়েছে।

এই তালিবানি ফতোয়ার পর গোটা বিশ্ব জুড়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তালিবানি সিদ্ধান্তে দুঃখপ্রকাশ করেছেন রশিদ খানও। তিনি এক্সে লিখেছেন, ‘নারী ও পুরুষ উভয়ের জন্যই ইসলামে জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। কোরানেও তাই বলা হয়েছে। তাই এই সিদ্ধান্ত যথেষ্ট দুঃখজনক।’

এরপরই রশিদের সংযোজন, ‘আফগানিস্তানের মা ও বোনেদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ায় গভীরভাবে দুঃখপ্রকাশ করছি। এই সিদ্ধান্ত কেবল তাদের ভবিষ্যতই নয়, আমাদের সমাজের বৃহত্তর কাঠামোকেও গভীরভাবে প্রভাবিত করেছে।’

তালিবান নেতৃত্বকে এই ফতোয়া তুলে নেওয়ার অনুরোধও জানিয়েছেন রশিদ খান। লেগস্পিনারের কথায়, ‘আফগানিস্তান আমাদের জন্মভূমি। একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। দেশের প্রতিটি ক্ষেত্রে বিশেষ করে চিকিৎসা খাতে পেশাদারদের ভীষণ দরকার। দেশে নারী ও চিকিৎসক ও নার্সের ঘাটতি দেখা দিলে চিকিৎসা পরিষেবাও ব্যাহত হবে। তাই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন রাখছি। দেশের উন্নতিতে নারীদের অবদান থাকা উচিত বলে মনে করি।’

প্রসঙ্গত, চলতি বছর আফগানিস্তানে তালিবান শাসনের তৃতীয় বছর পূর্ণ হবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন