মেধাবী ছাত্র অয়ন বাঁচতে চায়

আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৬, ১২:০৫ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহীন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র অয়ন আহম্মেদ (১৪) বাঁচতে চায়।
গত ১৯ ডিসেম্বর অয়ন দেওয়াল চাপা পড়ে আহত হয়। তাৎক্ষনিকভাবে তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শরীরিক অবস্থার অবনতি দেখে ঢাকা ধানমন্ডি ৮ নম্বর এলাকায় আনোয়ার হোসেন খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখের সমস্ত দাঁত উপড়ে গিয়ে মুখ চ্যাপ্টা হয়ে গেছে। অয়ন পাঁচদিন ধরে এই হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার মুখের অস্ত্র পাচার করতে প্রায় আট লাখ টাকার প্রয়োজন। কিন্তু মেধাবী ছাত্র অয়নের গরীব বাবা আবুল কালামের পক্ষে এই পরিমাণ টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে তার পরিবার নিরুপায় হয়ে পড়েছে। অয়নের বাড়ি উপজেলার রুস্তমপুর গুইয়াবাড়ি গ্রামে। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন অয়নের ফুফু শিলা খাতুন। সাহায্য পাঠানোর ঠিকানা-হিসাব নম্বর ০০২০৬৮৪৫১, সোনালী ব্যাংক, আড়ানী শাখা, রাজশাহী। মোবাইল নম্বর অয়নের ফুফা কামরুল হাসান জুয়েল মোবাইল নম্বর ০১৭২০-৫৩৬৮২১।

এ বিভাগের অন্যান্য সংবাদ