‘মেরা ভাই জিত গয়া’, ভাইয়ের কীর্তিতে আবেগঘন পোস্ট ইরফানের

আপডেট: জুন ৫, ২০২৪, ২:২৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নতুন ময়দানে নেমেই বাজিমাত। এবারের লোকসভা নির্বাচনে অন্যতম উল্লেখযোগ্য রেজাল্ট। হাতেখড়িতেই বহরমপুরে দুঁদে রাজনীতিবিদ অধির চৌধুরীকে বড় মার্জিনে হারান ইউসুফ পাঠান। একপ্রকার চমকই বলা যায়। যদিও অনেকেই হয়তো এর কিছুটা আভাস পেয়েছিলেন।

তবে পোড়খাওয়া রাজনীতিবিদকে যে শেষপর্যন্ত হারিয়ে দেবেন, সেই বিষয়ে নিশ্চিত ছিল না কেউই। তাই দাদার জয়ের পর আবেগ চেপে রাখতে পারেননি ইরফান পাঠান। নিজের এক্স হ্যান্ডেলে ইউসুফের উদ্দেশে বার্তা দেন। ইরফান লেখেন, ‘লালা, আত্মবিশ্বাসে ভর করে তুমি নিজের নতুন যাত্রায় পোড়খাওয়া রাজনীতিবিদদের হারাতে সক্ষম হয়েছো।

আশা করব তোমার মহৎ উদ্যোগ এবার কাজে পরিণত হবে। যা দেশের নাগরিকদের জীবন বদলে দেবে। আমার ভাই জিতে গিয়েছে।’ পোস্টে নিজের সঙ্গে ইউসুফের বেশ কয়েকটা ছবি দিয়েছেন ইরফান। সব ছবিই বহরমপুরে নির্বাচনী প্রচারের। আইপিএলের ফাঁকেই ধারাভাষ্য দেয়ার মাঝে একদিনের জন্য বহরমপুরে দাদার প্রচারে যোগ দেন ইরফান।

সেদিনই আশাবাদী শোনায় তাঁকে। জানিয়েছিলেন, লড়াই কঠিন হলেও, জয় অসম্ভব নয়। শেষমেষ অধির চৌধুরীর মতো একজনকে হারানোয় কুর্নিশ জানান ছোট ভাই। বিশ্বকাপে হাতেখড়িতেই চ্যাম্পিয়ন হয়েছিলেন ইউসুফ। এবার পাঁচবারের সাংসদকে হারিয়ে নজির গড়লেন। সাফল্যের খুশি ভাগ করে নেয়ার জন্য বাইশ গজের মতো রাজনীতির ময়দানেও পেলেন ভাই ইরফানকে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ