মেলার চতুর্থ দিনে আয়কর আদায় ২ কোটি

আপডেট: নভেম্বর ৫, ২০১৬, ১২:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



রাজশাহী অঞ্চলের জাতীয় আয়কর মেলার চতুর্থ দিনে ২ কোটি ৪ লাখ ৭৫ হাজার ৯৯৭  টাকা ট্যাক্স আদায় হয়েছে। যা গতদিনের তুলনায় আয়কর আদায় বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১ হাজার ১’শ জন সেবা গ্রহণ, রির্টান ৩৩২ জন, ট্যাক্স ৫১ লাখ ৭৬ হাজার ৮৮ টাকা আদায়, ইটিআইএন ৫৩ টি, রি-রেজিস্ট্রেশন ১টি, পাবনা জেলায় সেবা গ্রহণ করেছেন ৪৫৫ জন, রির্টান ২২৮ জন, ট্যাক্স জমা হয়েছে ৩৫ লাখ ২১ হাজার ৬৫৫ টাকা, নতুন ইটিআইএন ৪২ জন, রি-রেজিস্ট্রেশন কেউ নেই, নঁওগা জেলায় সেবা গ্রহণ করেছেন ৩ হাজার জন, রির্টান জমা হয়েছে ৩৩৭টি, ট্যাক্স আদায় হয়েছে ১৭ লাখ ১৮ হাজার ৫৩৬ টাকা, নতুন ইটিআইন ৪৩ জন, রি-রেজিস্ট্রেশন কেউ নেই, নাটোর জেলায় সেবা গ্রহণ করেছেন ১ হাজার ১২২ জন, রিটার্ন জমা হয়েছে ৬৯৩ টি, ট্যাক্স আদায় হয়েছে ৩১ লাখ ৩৩ হাজার ৩৯২ টাকা, নতুন ইটিআইএন ৩২ টি, রি-রেজিস্ট্রেশন কেউ নেই, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সেবা গ্রহণ করেছেন ১ হাজার ৪৮ জন, রিটার্ন ৯১০ টি, ট্যাক্স আদায় ৬৯ লাখ ২৬ হাজার ৩২৬ টাকা, নতুন ইটিআইএন ৩৮ টি, রি-রেজিস্ট্রেশন কেউ নেই।
গতকাল শুক্রবার রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে রাজশাহী অঞ্চলের আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার দবির উদ্দিন, উপ কর কমিশনার সদর দফতর প্রশাসন আব্দুল মালেক এবং উপ কর কমিশনার মোশাররফ হোসেন (প্রায়োগিক) কর অঞ্চল রাজশাহীসহ কর্মকর্তারা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাজশাহী কর অঞ্চলের আওতার মধ্যে ৫টি জেলা রয়েছে। এরমধ্যে রাজশাহী, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ।

এ বিভাগের অন্যান্য সংবাদ