শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
খেলার ধরনের কারণে লিওনেল মেসিকে অনেক আগে থেকেই ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করে আসছে অনেকে। তবে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত দুই আর্জেন্টাইনের মধ্যে ম্যারাডোনা বেশি লড়াকু ছিলেন বলে মনে করেন দেশটির সাবেক কোচ সেসার লুইস মেনোত্তি। মেনোত্তি দুজনেরই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তবে এই দুই খেলোয়াড়ের মধ্যে একটি উল্লেখযোগ্য পার্থক্য দেখছেন তিনি। “ডিয়েগো মেসির চেয়ে বেশি লড়াকু ছিল। কোনো কিছু যখন তার পক্ষে যেতো না, সে তখন নিজের উপর ক্ষুব্ধ হতো। সে ছিল দারুণ একজন সতীর্থ, যে খুব সাহায্যপ্রবন।”
ম্যারাডোনা দরিদ্র বসতি থেকে উঠে এসেছিলেন উল্লেখ করে মেনোত্তি বলেন, “শুধু মাঠেই নয়, জীবনের সব ক্ষেত্রেই সে (মেসির চেয়ে) বেশি কঠিন পরিস্থিতি সহ্য করেছে। ডিয়েগো অনেক বেশি লড়াকু। তারা দুজন ভিন্ন চরিত্রের।” মেসি আর্জেন্টিনা দলে সুখী নয় বলে মনে করেন মেনোত্তি। “বার্সেলোনায় সুখী মেসি, কিন্তু মনে হচ্ছে আর্জেন্টিনায় তাকে সুখী হতে দেয়া হয় নি।”-বিডিনিউজ