বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৬টায় বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংসার আয়োজনে কয়েরদাড়া খ্রিস্টানপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
শাহীন আকতার রেণী তাঁর বক্তব্যে বলেন, সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহীর ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন দৃশ্যমান, এবার তিনি কর্মসংস্থান সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন। তিনি সব সময় আপনাদের পাশে ছিলেন। রাজশাহীর উন্নয়নের স্বার্থে আপনারা সবাই তার পাশে থাকবেন এটিই আমরা প্রত্যাশা করি। আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটনকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু,রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিমা ইয়াসমিন শিখা, প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থার সভাপতি ফিরোজা আক্তার সীমা,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খ্রিস্টানপাড়া গ্রাম্য প্রধান রুবেল সরেন প্রমুখ।