মেয়েদের জাতীয় যুব হ্যান্ডবলে চ্যাম্পিয়ন নওগাঁ

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৪৭ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


চতুর্থ জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা দল। গতকাল বৃহস্পতিবার ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২৭-১৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নওগাঁ। এটা তাদের প্রথম শিরোপা। এর আগে একবার রানার্স-আপ ও একবার তৃতীয় হয়েছিল তারা।
ফাইনালের শুরু থেকেই জামালপুরের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে নওগাঁ। তার ফলস্বরূপ প্রথমার্ধেই ১৩-৮ গোলে এগিয়ে থাকে তারা। এরপর দ্বিতীয়ার্ধে আরো ১৪টি গোল করে নওগাঁর মেয়েরা। তাতে ২৭-১৭ ব্যবধানে জামালপুরের মেয়েদের হারিয়ে প্রথমবারের মতো ওয়ালটন জাতীয় যুব মহিলা হ্যান্ডবলের শিরোপা জিতে নেয়। নওগাঁর হয়ে নূরজাহান ১২টি, পূর্ণিমা ৬টি ও নাজনিন ৫টি গোল করেন। আর জামালপুরের হয়ে আলপনা ৫টি ও মিষ্টি ৪টি গোল করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নওগাঁ জেলার পূর্ণিমা। সেরা গোলরক্ষক হন জামালপুর জেলার ফওজিয়া।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক, মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন অনোয়ার ডন, প্রবীণ ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার বেগম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল, সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম, ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ফেডারেশনের কার্যনির্বাহী ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মকবুল হোসেন সহ ফেডারেশনের অনান্য কর্মকর্তাগন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি দেওয়া হয়। এ ছাড়া পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ খেলোয়াড়দের এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
উল্লেখ্য, গেল ৫ আগস্ট থেকে ১২টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে শুরু হয় এই প্রতিযোগিতা। চার গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে উঠে। টুর্নামেন্টের ‘ক’ গ্রুপে ছিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে ছিল নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা ক্রীড়া সংস্থা। ‘গ’ গ্রুপে ছিল বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। আর ‘ঘ’ গ্রুপে ছিল কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।