মেয়েদের বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা

আপডেট: জুলাই ২৫, ২০১৭, ১২:৫৬ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



ভারত-ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামল মেয়েদের বিশ্বকাপের। রোববার লর্ডসে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ভারতকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড নারী দল। টুর্নামেন্ট শেষ। এবার মেয়েদের বিশ্বকাপ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ঠিক করা হয়েছে বিশ্বকাপের সেরা একাদশ। এখানে দুই ফাইনালিস্ট ভারত ও ইংল্যান্ডের খেলোয়াড়দের জয়জয়কার। ভারতের তিনজন খেলোয়াড় রয়েছেন একাদশে। মিতালি রাজ, হারমানপ্রীত কাউর ও দীপ্তি শর্মা। চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চারজন রয়েছেন একাদশে। তামসিন বাউমন্ট, আনিয়া স্রাবসোল, অ্যালেক্স হার্টলি ও সারা টেলর। দক্ষিণ আফ্রিকার তিনজন জায়গা পেয়েছেন। তারা হলেন- মারিজানা ক্যাপ, ড্যান ভন নেইকার্ক ও লারা ওলভারদ। একাদশের নেতৃত্বে রয়েছেন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের নাতালি স্কাইভারকে।
মেয়েদের বিশ্বকাপের একাদশ : মিতালি রাজ (অধিনায়ক, ভারত), তামসিন বাউমন্ট (ইংল্যান্ড), লারা ওলভারদ (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া), সারা টেলর (উইকেটরক্ষক, ইংল্যান্ড), হারমানপ্রীত কাউর (ভারত), দীপ্তি শর্মা (ভারত), মারিজানা ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), ড্যান ভন নেইকার্ক (দক্ষিণ আফ্রিকা), আনিয়া স্রাবসোল (ইংল্যান্ড) ও অ্যালেক্স হার্টলি (ইংল্যান্ড)। দ্বাদশ খেলোয়াড় : নাতালি স্কাইভার (ইংল্যান্ড)।

এ বিভাগের অন্যান্য সংবাদ