সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মেয়েদের সাফ ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতাটির তিন বারের চ্যাম্পিয়ন ভারত এবং অতিথি দল আফগানিস্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বৃহস্পতিবার ড্র অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে চার দল গতবারের রানার্সআপ নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান।
২৬ ডিসেম্বর ভারতের শিলিগুড়িতে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতার সূচি এখনও নির্ধারিত হয়নি। তবে ড্র অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানান, ২৯ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ।
আফগানিস্তান অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বলে জানান হেলাল। আট দল নিয়ে প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও পাকিস্তান আগ্রহ দেখায়নি বলেও জানান সাধারণ সম্পাদক। সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা হয়নি বাংলাদেশের মেয়েদের। গত তিন আসরে দুইবার সেমিফাইনাল খেলাই সর্বোচ্চ প্রাপ্তি। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের (আঞ্চলিক) শিরোপা জেতা সানজিদা-কৃষ্ণাদের হাত ধরে এবার সাফে সাফল্য পেতে উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। সাফের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের দৃষ্টি আরও দূরে। “আমরা এই দলটা তৈরি করছি আগামী চার বছরের জন্য। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব আছে। ওটাতে ভালো করলে মেয়েরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সাফ চ্যাম্পিয়নশিপ তাই আমার কাছে বিশ্বকাপের বাছাইয়ের প্রস্তুতি।” “সাফ চ্যাম্পিয়নশিপে আমি এমন কিছু আশা করছি না। এটা নতুন দল। এ দলে অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলের খেলোয়াড়ই বেশি। দেখতে চাচ্ছি, এই বাচ্চা মেয়েরা কি ধরনের ফুটবল খেলে, যেহেতু আমার লক্ষ্য সেপ্টেম্বরের টুর্নামেন্টে ভালো করা।”-বিডিনিউজ