মেয়ে ‘হত্যার’ বিচার দাবিতে বাবার সংবাদ সম্মেলন

আপডেট: আগস্ট ১৫, ২০১৭, ১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


স্বামী ও তার পরিবারের সদস্যদের ‘নির্যাতনে গৃধবধূ মেয়ে হত্যার’ বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাহাদ আলী নামের এক পিতা। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পবা উপজেলার শিতলাই সরকারপাড়া গ্রামের মৃত সমশের আলীর ছেলে সাহাদ আলী।
লিখিত বক্তব্যে সাহাদ আলী বলেন, ‘২০০৯ সালে আমার মেয়ে শারমীন আখতারের সঙ্গে নওহাটার বসন্তপুর গ্রামের সালেফের ছেলে হয়দার আলীর বিয়ে  হয়। বিয়ের পর থেকে হায়দার ও তার বাবা-মা আমার মেয়েকে যৌতুকের জন্যে চাপ দিতে থাকে। মেয়ের সুখের জন্যে সাধ্যমতো যৌতুক দেওয়ার পরও জামাই ও তার পরিবারের লোকজনের সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হই।এমতবস্থায় গত ৩০ জুলাই রাতে আমার মেয়ের স্বামী ও তার বাবা-মা শারমীনকে নির্যাতনের পর হত্যা করে। এরপর গলায় দড়ি লাগিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে প্রচার করে শারমীন আত্মহত্যা করেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হই আমার মেয়েকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় পবা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
সাহাদ আলী আরো বলেন, ঘটনার পর থেকে শারমীনের স্বামী ও তার পরিবারের সদস্যরা আমাদের বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। মামলা দায়ের করলে হত্যা করা হবে বলেও হুমকি দিচ্ছে তারা। এমতাবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মেয়ে হত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শারমীনের চাচা মাহাতাব আলী।