নিজস্ব প্রতিবেদক:
মোটরসাইকেলের কাগজ চেকিঙের সময় এক ট্রাফিক সার্জেন্টকে পিটিয়ে আহত করেছে দুই যুবক। ট্রাফিক সার্জেন্টকে মারপিট করে ওই দুই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন- নগর পুলিশেরন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অর্নিবান চাকমা।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর ‘ঘোড়াচত্বর’ এলাকায় এই ঘটনা ঘটে। আহত সার্জেন্টকে অন্য ট্রাফিক পুলিশ সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, সার্জেন্ট বিপুলকে একজন কাঠের একটি চলা দিয়ে পিটিয়েছে।
পুলিশ জানায়- একটি সরকারি অফিসের গাড়ি চালক বেলাল হোসেন ও তার সহযোগী মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে তাদের মোটরসাইকেলর কাগজ দেখতে চান সার্জেন বিপুল। এসময় তারা কাগজ দেখাতে ব্যর্থ হয়। সার্জেন্ট গাড়ির চাবি নিতে গেলে ওই দুই যুবক বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে তারা সার্জেন্ট বিপুলের ওপর চড়াও হয় এবং মারপিট করে পালিয়ে যায়।
আহত সার্জেন্ট বিপুলকে হাসপাতালে দেখতে যান আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।