মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

আপডেট: নভেম্বর ৯, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ

ফিরোজ হোসেন জিহাদ বাবু

সোনার দেশ ডেস্ক :


লালমনিরহাটের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ফিরোজ হোসেন জিহাদ বাবু (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের উত্তরে আকিজ কোম্পানিসংলগ্ন কালভার্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আওয়ামী লীগ নেতা জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুঁড়ি ইউনিয়নের মধ্যকাদমা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলার ভেলাগুঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেন জিহাদ। এ সময় কালভৈরব বাজারের তেঁতুলতলা কালভার্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, কালভার্টটি রাস্তা থেকে অনেক নিচু থাকায় ওই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোনও অভিযোগ না থাকায় মরেদহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন

 

Exit mobile version