সোমবার, ৮ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২৩ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
চারঘাট প্রতিনিধি
মোবাইল ফোন কিনে না দেয়ায় চারঘাটে সজিব কুমার দাস (১৩) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সজিব উপজেলা সদরে চারঘাট মডেল থানার সামনে তপন কুমার দাসের ছেলে। সে তার বাড়ি সংলগ্ন পদ্মা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সজিব বেশ কিছুদিন থেকে তার বাবা মায়ের কাছে একটি টাচ ফোন কিনে দেয়ার দাবি করছিল। কিন্তু তার বাবার সামর্থ্য না থাকায় মোবাইল ফোন কিনে দিতে পারে নি। রোববার রাতে মোবাইল ফোনের জন্য কান্নাকাটি করে শুয়ে পড়ে। ভোর রাতে তার মা আদরীর ঘুম ভেঙে গেলে ঘরের তীরের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় সজীবকে ঝুলতে দেখে। আদরীর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে সজিবকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মণ জানান, নিহতের পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই গতকাল সোমবার তার সৎকার করা হয়। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।