বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ভারতের মুর্শিদাবাদে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে (২১ জানুয়ারি) শুক্রবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের ভরতপুর থানার মদনপুর গ্রামে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গ্রামের বাসিন্দা মীর পিয়ার আলির পরিবার ও চাঁদ বিবির পরিবারের মধ্যে এই ঘটনা ঘটে। দুই পরিবারের ছেলে ছাদে মোবাইলে ফ্রি ফায়ার খেলছিল। খেলার একপর্যায়ে ঝগড়া বেধে যায় তাদের মধ্যে।
কিছুক্ষণের মধ্যে দুই পরিবার নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ জানান, দুই পরিবারের মধ্যে পূর্বেও সম্পর্ক ভালো ছিল না।
মীর পিয়ারের অভিযোগ, চাঁদ বিবি ও তার ছেলে রাহুল তাদের বাড়িতে হামলা চালায় প্রথমে। পাল্টা চাঁদ বিবির অভিযোগ, মীর পিয়ারের পরিবারই তাদের হামলা চালিয়ে তাদের বাড়ি ভাঙচুর করে।
পঞ্চাশ হাজার টাকা লুটের দাবি করে তারা। সংঘর্ষে স্থানীয়েরা দুই পরিবারের আহতদের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। গুরুতর আহতদের অন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে ভরতপুর থানার পুলিশ।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন