মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মোস্তফা কামাল, মোহনপুর :
মোহনপুরে নতুন বছরের প্রথম দিনেই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই হাতে পেয়েইে আনন্দে মেতে ওঠে শিশু-কিশোররা। সন্তানদের আনন্দের অংশিদার হতে উপস্থিত হন অনেক অভিভাবকরাও।
সোমবার (১ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলীর সভাপতিত্বে প্রদর্শক ছিলেন মোহনপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোসা. কোহিনুর আকতার।
কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ প্রধান অতিথি হিসেবে ৩৫০জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিদা খাতুন, দৈনিক সোনার দেশ পত্রিকার মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুল জব্বার, শিক্ষক গোলাম মাওলা, রাবেয়া খাতুনসহ বিদ্যালয়র পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে উপজেলার সকল বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেন।