মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মোহনপুরে অনূর্ধ্ব ১৬ বালকদের সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর করিব। বিশেষ অতিথি ছিলেন বাক শিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ মনিরুল ইসলাম আলমগীর। স্বাগত বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া অফিসার আ,ফ,মুহাম্মদ ওবায়দুল হক। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন সাঁকোয়া কামিল মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক আমিনুল ইসলাম। মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় প্রশিক্ষণ শিবিরে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।