মোহনপুরে অপহৃত বাদিকে উদ্ধার

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি


মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চবিদ্যালয়ের সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরূদ্ধে আদালতে দায়ের করা মামলার বাদি আব্দুল আজিজ বুধবার (৪ ডিসেম্বর) কেশরহাট হতে অপহৃত হন।

এরপর তার বড় বোন সমরোজ বিবি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার একদিন পর বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে আজিজ প্রমাণিককে উদ্ধার করা হয়। আজিজ উপজেলার বেলনা গ্রামের কুরবান প্রামাণিকের ছেলে। বুধবার তিনি কেশরহাটে বাজার করতে যান।

এসময় কেশরহাট উচ্চবিদ্যালয়ের বরখাস্ত প্রধান শিক্ষক ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম লোকজন দিয়ে তাকে ডেকে নিয়ে মামলাটি প্রত্যাহারের জন্য চাপাচাপি করেন। তিনি মামলা প্রত্যাহারে রাজি না হলে জোরপুর্বক তাকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর বাদী আজিজের ফোন বন্ধ হয়ে যায়। পরে তার বড় বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার জেলা ডিবি পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয় বলে জানিয়েছে তার পরিবার।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, বৃহস্পতিবার সকালে আদালত এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে জেলা ডিবি পুলিশ। ভিকটিমকে থানায় হস্তান্তর করা হলে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version