মোহনপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী মান্দা থেকে উদ্ধোর

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ

মোহনপুর প্রতিনিধি


রাজশাহীর মোহনপুরে অপহৃত মাদ্রাসার ছাত্রীকে মান্দা উপজেলার কালিকাপুর থেকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোহনপুর থানায় অপহরণের মামলা করেছেন। ভুক্তভোগীকে পরীক্ষার জন্য মেডিকেলে ও আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রায়ারি মোহনপুর উপজেলার লালইচ গ্রামের জনৈক ব্যক্তির ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা পড়–য়া মেয়েকে (১২) পাশের বাগমারা উপজেলা মাঝিগ্রামের আলতাফ হোসেনের বিবাহিত ছেলে মতিউর রহমান সাগর (১৯) মাদ্রাসার সামনে থেকে অপহরণ করে। অপহরণের চারদিন পর ছাত্রীর মা বাদী হয়ে মোহনপুর থানায় অপহরণের মামলা দায়ের করেন। গত রোববার রাত ১১টার দিকে মোহনপুর থানার এসআই আবদুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে নওগঁাঁ জেলার মান্দা উপজেলার কালিকাপুর উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, ভিকটিমকে পরীক্ষার জন্য মেডিকেল ও আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ