মোহনপুরে আদর্শ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি


মোহনপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশন মোহনপুর শাখা অনুষ্ঠানটির আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর সরকারী কলেজের অধ্যাপক মাহাবুর রহমান,পরিচালনা করেন ভারপ্রাপ্ত সভাপতি ও সহকারী শিক্ষক আব্দুল আজিজ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন রাজশাহী পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তরা বলেন, শিক্ষকদের বৈষম্য দূর করা হবে এবং শিক্ষকেরা যেন সমাজের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন তার জন্য বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কাজ করে যাবেন।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী,উপদেষ্টা অধ্যাপক জিএম আব্দুল আওয়াল, সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, প্রভাষক মাওলানা আব্দুল জলিল, অধ্যক্ষ রেজাউল হক, অধ্যক্ষ শরিফুল ইসলাম, সুপার নুরুজ্জামান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ