মোহনপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিয়ে

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ২:০৩ অপরাহ্ণ

মোহনপুর প্রতিনিধি


রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের ধূরইল তালুদার পাড়া গ্রামের ১ নম্বর ধূরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী কারিমা খাতুনের পরিবারের পক্ষ থেকে গতকাল শনিবার বিয়ের উদ্যোগ নিলে ঘটনাটি জানার পর মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শুক্লা সরকারের হস্তক্ষেপে অবশেষে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে কারিমা।
জানাগেছে ,উপজেলা ধূরইল ইউনিয়নের ধূরইল তালুদার পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে কারিমা খাতুনের (১২) সঙ্গে একই উপজেলার মৌগাছি ইউনিয়নের মাটিকাটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফিরোজ হাসান সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতার্ (ভারপ্রাপ্ত) শুক্লা সরকার জানতে পেরে ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধের জন্য মেয়ের পিতা-মাতা ও আত্মীয় স্বজনদের জানান। এ সময় মেয়ের পিতা-মাতা তাদের মেয়েকে বাল্য বিয়ে দিবে না বলে প্রশাসনের কাছে প্রতিজ্ঞা ও অঙ্গিকারনামা লিখে মুক্তি পায়।