সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
মোহনপুর প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে আজ রোববার স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আসছেন। মন্ত্রীর আগমন উপলক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।
মোহনপুর উপজেলা দায়িত্বরত নির্বাহী অফিসার শুল্কা সরকারের সভাপতিত্বে মন্ত্রী প্রথমে মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন করবেন। পরে উপজেলা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহানগর পিপি অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের পরিচালনায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন। বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ।